ঘিলাছড়ার নামকরনঃপ্রচলিত আছে যে, ঘিলাছড়ায় এক সময় প্রচুর গবাদিপশু পালন করা হত এ জন্য এখানে দুধ হতে প্রচুর ঘি উৎপাদিত হত এই ঘি এর ছড়া ক্রমে ক্রমে পরিবতন হয়ে ঘিলাছড়া নামটি উৎপন্ন হয়।
এছাড়া ঘিলাছড়া একটি মৌজার নাম এই মৌজার নাম অনুসারে ঘিলাছড়া ইউনিয়নের নামকরন করা হয়।
ঘিলাছড়া ইউনিয়ন ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম চেয়ারম্যান ছিলেনমইজ উদ্দিন। আপ্তাব আলীপ্রথম নিবাচিত চেয়ারম্যান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS