কালের স্বাক্ষী বহনকারী হাকালুকি হাওরের তীরে গড়ে উঠা ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ঘিলাছড়া ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ ঘিলাছড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৪৩.০৯ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩২৫৫৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২০টি।
ঙ) মৌজার সংখ্যা – ৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -৪টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আশরাফ আলী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান ঐতিহাসিক/হাকালুকি হাওর, মনিপুর চা বাগান।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৮৭ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
মনিপুর চা বাগান নিজ ঘিলাছড়া বাদেদেউলী পূর্ব
মৌরাপুর চা বাগান যুধিষ্টিপুর মধ্য বাদেদেউলী পশ্চিম দক্ষিন
মোমিনছড়া চা বাগান যুধিষ্টিপুর পশ্চিম ধারণ
ঢালুছড়া চা বাগান যুধিষ্টিপুর পূর্ব উত্তর গাজীপুর
আশিঘর দক্ষিন যুধিষ্টিপুর পূর্ব দক্ষিন বড়বাড়ি
আশিঘর উত্তর বাদেদেউলী পশ্চিম মির্জাপুর
কোরবানপুর জয়ফরাবাদ
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১০জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৭ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS